ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় সাংবাদিক আকাশ এর মামা ইন্তিকাল করেছেন

  • আপলোড তারিখঃ 24-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 367753 জন
পাবনায় সাংবাদিক আকাশ এর মামা ইন্তিকাল করেছেন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী (চকপাড়া) নিবাসী প্রয়াত ফয়েজ সরদারের মেঝো ছেলে কৃষক মজিরদ্দিন সরদার(৬৫)।


সোমবার (২৩শ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যা সোয়া ছয় ঘটিকার ইন্তিকাল করে পরপারে পাড়ি জমিয়েছেন।


(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। 


তিনি সুদীর্ঘ পাঁচ ছয় বছর যাবৎ ব্রেইন স্টোক করে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী ছিলেন। 


তার মৃত্যেুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দান করেছেন আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস সরকার (সাবেক প্রধান শিক্ষক- ফৈলজানা  দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়),  ফৈলজানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ, ফৈলজানা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাকির হোসেন।চাটমোহর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম নিশান(এমএসসি), ফৈলজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরকার মোস্তাক আহমেদ পান্না(বিএসসি):ব্যাংক এশিয়া ফৈলজানা শাখা,চাটমোহর পাবনার ব্যবস্থাপক এস এম মোহসীন আলম।


সোহাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান সেলিম সরকার, নেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান,  দৈনিক খবর পদ্মাসেতুর বার্তা সম্পাদক এরশাদ আলম মনি সরকার। 


মরহুম মজিরদ্দিন সরদার পাবনা জেলার বিশিষ্ট কবি কলামিস্ট সাংবাদিক গবেষক গীতিকার পরিবেশ মানবাধিকার কর্মী গ্রিন পিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি- দৈনিক খবর পদ্মাসেতু ও স্বাধীন ৭১ এর পাবনা জেলা প্রতিনিধি।


প্রভাষক এস এম মনিরুজ্জামান (আকাশ) এর সম্পর্কে মামা হন।  মৃত্যুকালে মজিরদ্দিন সরদার স্ত্রী ও তিন মেয়ে-জামাতা নাতি-নাতনিসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। 


মরহুমের নামাজে জানাযা সোমবার রাতে পোনে নয়টার সময় কচুগাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ও পরে কচুগাড়ী জান্নাতুল মাওয়া গোরস্থানে দাফন করা হয়।


মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকল মুমিন  মুসল্লী ও দেশবাসীর কাছে দোওয়া চেয়েছেন প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর