ভোলায় মাদকবিরোধী অভিযানো ১ শত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে কোষ্ট গার্ড দক্ষিন জোনের একটি টিম।
গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা এক গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ইলিশা এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোষ্টগার্ড দক্ষিন জোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আটক দুই মাদক কারবারি হলেন মো.ইমরান হোসেন ওরফে ইসমাইল (৩২),অপরজন হলেন মো.বাদশা মিয়া(৩৯)।
কোষ্টগার্ড দক্ষিন জোন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের এ নীতি বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড সদা তৎপর থেকে প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় এক গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন ইলিশা লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এই দুই মাদক কারবারি কে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা এবং মাদক কারবারি কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।