ঢাকা | বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত কিশোরগঞ্জ

  • আপলোড তারিখঃ 09-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 351765 জন
ডেঙ্গু আক্রান্ত  কিশোরগঞ্জ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২ জন। একই দিন ছাড়পত্র দেয়া হয়েছে ১৬ জন রোগিকে। বুধবার,  অক্টোবর দুপুরে সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে।


প্রাপ্ত তথ্যে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭১ জন আর একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২৩৪ জন রোগি।


সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, জেলার ৪টি হাসপাতালে বর্তমানে ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগি চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, কিশোরগঞ্জ জেনারেল (সদর) হাসপাতালে ১৪জন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও করিমগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগি চিকিৎসাধীন রয়েছেন। জেলায় ডেঙ্গু আক্রান্ত কোন ব্যক্তির মৃত্যু হয়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ কামরুল ইসলাম

notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর