ঢাকা | বঙ্গাব্দ

গণপরিবহণে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করার নিমিত্ত বাস মালিক, চালক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ 27-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 331270 জন
গণপরিবহণে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করার নিমিত্ত বাস মালিক, চালক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ট্রাফিক পক্ষ ২০২৪ উপলক্ষ্যে গণপরিবহণে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করার নিমিত্ত বাস মালিক, চালক ও শ্রমিকদের সাথে ট্রাফিক-মিরপুর বিভাগ কর্তৃক গাবতলী বাস টার্মিনালে অদ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা জনাব খোন্দকার নজমুল হাসান পিপিএম-বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয়  উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর বিভাগ) জনাব এ. এফ. এম. তারিক হোসেন খান এবং সম্মানিত চেয়ারম্যান, হানিফ এন্টারপ্রাইজ জনাব আলহাজ্ব মো কফিল উদ্দিন।


উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব বাবু রমেশ চন্দ্র ঘোষ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাফিক-মিরপুর বিভাগের এডিসি জনাব ইয়াসিনা ফেরদৌস মতবিনিময়কালে রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় বাস মালিকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন অতিরিক্ত পুলিশ  কমিশনার (ট্রাফিক) স্যার।


তিনি বলেন, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা এবং এলোমেলো ভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করতে হবে বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ড্রাইভার ও বাস শ্রমিকদের এ বিষয়ে আরো সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে তাদেরকে আরো বেশি মনিটরিং করা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে সবাই আন্তরিকভাবে কাজ করলে মহানগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হব যেকোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ সব সময় আপনাদের পাশে থাকবে।


ডিসি, ট্রাফিক-মিরপুর বিভাগ স্যার সমাপনী বক্তব্যে গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের নিমিত্ত চালক ও যাত্রী সাধারণসহ সকলকে ট্রাফিক আইন মেনে চলার প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব আলহাজ্ব মো কফিল উদ্দিন, চেয়ারম্যান, হানিফ এন্টারপ্রাইজ গাবতলী বাস টার্মিনালকে চাঁদামুক্ত ঘোষণা করেন উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোভার স্কাউটসবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ট্রাফিক- দারুস সালাম জোনের টিআইবৃন্দ, এসি, ট্রাফিক-দারুস সালাম জোন কাজী মাহবুব আলম।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর