রাঙ্গুনিয়ার মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন
জামিল মোহাম্মদ জনি,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলারম রিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,নবীন বরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে বৃহষ্পতিবার ( ৮ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ'র সভাপতি ইফতেখার হোসেন বাবুল।
উদ্বোধক ছিলেন কনকর্ড ইন্টারন্যাশনাল ও আটাব এর চেয়ারম্যান মোহাম্মদ আবু জাফর। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুরুল হুদা।
শিক্ষক মুক্তি সাধন বড়ুয়া'র সঞ্চালনায় বিশেষ অতিথি'র বক্তব্য দেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। বক্তব্য দেন বিদায়ী শিক্ষার্থী আয়েশা আকতার প্রমুখ। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।