ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

  • আপলোড তারিখঃ 25-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 303902 জন
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পটিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

নিহত মোঃ আবুল কালাম (৫৫) পটিয়া উপজেলার খরনা ইউপির, উত্তর খরনা (ফকিরপাড়া) কালা মিয়ার পুত্র। এ দূর্ঘটনায় আহতরা হলেন একই এলাকার মৃত আহমদ ছফা, মোঃ আব্দুল জব্বার প্রকাশ লিটা ও মোঃ আব্দুল জব্বারের স্ত্রী মর্জিনা বিনতে হ্যাপি।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের কমলমুন্সির হাটের পূর্ব পাশে চট্টগ্রাম টু কক্সবাজারগামী কিং ট্রাভেলস বাস (নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-৮৮৩৪) ও একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার একজন নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়। আহতদের পটিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ গাড়ি দুইটি তাদের হেফাজতে নেন।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর