ঢাকা | বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আরিফ সাওনের খোঁজ নিলেন তারেক

  • আপলোড তারিখঃ 02-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 295999 জন
ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আরিফ সাওনের খোঁজ নিলেন তারেক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাংবাদিক আরিফ সাওনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 


বিকালে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে তারেক রহমানের পক্ষ থেকে দৈনিক খবরের কাগজ পত্রিকার প্রতিবেদক আরিফ সাওনকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম। 


এসময় তারেক রহমানের পক্ষ থেকে সাওনকে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।


ডা: রফিকুল ইসলাম সাওনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এরপর কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার সংক্রান্ত বিষয়ে আলাপ করেন এবং বিস্তারিত জেনে তারেক রহমানকে অবহিত করেন।


এসময় ডা. এসএম ইউনুস আলী, ডা. জাহাঙ্গীর হোসেন এবং ডা. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।


উল্লেখ, আরিফ সাওন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক। বিকেল ৪ টার দিকে মুহুর্তের মধ্যেই তার ১০৪ জ্বর আসে। পরদিন পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। ২৫ নভেম্বর রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। প্লাটিলেট নামে ২১ হাজারে। 

মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনিরুজ্জামান জানিয়েছেন, এখনও তিনি শঙ্কা মুক্ত নন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর