ঢাকা | বঙ্গাব্দ

খোলা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্স, মিলেছে বস্তাভর্তি টাকা

  • আপলোড তারিখঃ 02-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 294412 জন
খোলা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্স, মিলেছে বস্তাভর্তি টাকা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে বস্তাভর্তি টাকা পাওয়া গেছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ৩ মাস ১৩ দিন পর এ দানবাক্সগুলো খোলা হয়।


কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।


পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, ৩ মাস ১৩ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের ১০টি দানবাক্স খোলা হয়েছে।


এর আগে গত ১৭ আগস্ট মসজিদের ৯টি দানবাক্স খুলে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। সেই টাকা গণনার কাজে ২২০ জনের একটি দল দীর্ঘ সাড়ে ১৮ ঘণ্টা গণনা শেষে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর