ঢাকা | বঙ্গাব্দ

আজ পনোরই ডিসেম্বর পাবনা জেলার বিশিষ্ট কবি-সাংবাদিক, সাংবাদিক-গবেষক এস এম আকাশ এর আটত্রিশতম জন্মদিন

  • আপলোড তারিখঃ 17-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 274973 জন
আজ পনোরই ডিসেম্বর পাবনা জেলার বিশিষ্ট কবি-সাংবাদিক, সাংবাদিক-গবেষক এস এম আকাশ এর আটত্রিশতম জন্মদিন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ীস্থ মনোয়ারা হালিম কাব্যকুঞ্জে ১৯৮৬ সালের পনেরোই ডিসেম্বর জন্মগ্রহণ কারী কবি এস এম মনিরুজ্জামান আকাশ। 

পিতা মাতার পাঁচ সন্তানের মধ্যে জেষ্ঠ সন্তান তিনি। পিতা পাবনা জেলার বিশিষ্ট কবি প্রয়াত ডাঃ আব্দুল হালিম মাস্টার ও মাতা মনোয়ারা হালিম। 

কবি শৈশব থেকেই লেখালেখির প্রতি প্রবল ঝোঁক সম্পন্ন!  তিনি শিক্ষা জীবনে সমাজবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স, আইনে এলএলবি, এলএলএম(ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া), হাদীস বিষয়েও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি প্রভাষক সমাজবিজ্ঞান (প্রভাষক আরবী) নিবন্ধনধারী। তিনি দেড় শতাধিক যৌথ কাব্য গ্রন্থের লেখক ও একক কাব্য গ্রন্থ দুইটি (১) চাইযে তোমারই হতে, (২) শুধু তোমায় মনে পড়ে।  শতাধিক  বই এর জন্য কবিতা যন্ত্রস্থ রয়েছে। তার লেখা কবিতা ও কলাম শতাধিক পত্র পত্রিকায় নিয়মিত  প্রকাশিত হচ্ছে বাংলাদেশ ও ভারত থেকে। 


তিনি ব্যক্তিগত জীবনে মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরী ও স্বাধীন বাংলা বেতার শ্রোতা সংসদ, প্রজন্ম বিতর্ক সংসদ,   বাংলাদেশ কবিতা ফোরাম,  কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার স্মৃতি সাহিত্য সংসদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি।  ঝংকার ও সৃজন সম্পাদনা করে থাকেন। তিনি মিডিয়াতেও কাজ করে থাকে দায় বদ্ধতা থেকে।  নিউজ একাত্তর, দৈনিক দক্ষিণের কথা, এর পাবনা জেলা প্রতিনিধি। VISION S TV, দৈনিক ঝড়, বিজয় নিউজের চাটমোহর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। দৈনিক খবর পদ্মাসেতুর স্টাফ রিপোর্টার।ত্রৈমাসিক 

পথে প্রান্তরের প্রধান সম্পাদক। চাটমোহর রিপোটার্স ইউনিটি, মফস্বল সাংবাদিক ইউনিয়ন, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। 

পরিবেশ ও মানবাধিকার কর্মী হিসেবে কাজ করে থাকেন যথারীতি, পরিবেশ-মানবাধিকার-সম্প্রীতি

স্লোগান বাহী আন্তর্জাতিক সংগঠন

গ্রিনপিস বাংলা,  পাবনা জেলা শাখার সভাপতি। 


চলনবিলের কাঁদা মাটি নিয়ে প্রায়শই কাজের তাগিদে চলনবিলের বিভিন্ন এলাকায় ছুটে বেড়াতে পছন্দ করেন।


কবি পেশাগত জীবনে কলেজ শিক্ষক হিসেবে কর্মরত আছেন। প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ, (আটলংকা, চাটমোহর,পাবনা) এর সমাজবিজ্ঞান বিভাগের লেকচারার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 


তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রস্তাবিত খোদেজা আহম্মদ দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করতে রাত দিন কাজ করে যাচ্ছেন। কবির পিতা একজন সরকারি পল্লী চিকিৎসক, কবির দাদা কলিকাতা থেকে ১৯২০ সালে এমবি ডিগ্রীধারী ডাক্তার হওয়ায় কবি শৈশব থেকেই চিকিৎসা পেশার প্রতিও আকর্ষিত ছিলেন। তিনি ২০০৮ সালে সরকারি ভাবে পাবনা জেলা সিভিল সার্জন ও চাটমোহর টিএইচএ মহোদয়ের তত্বাবধানে আরএমপি কোর্স সম্পন্ন করেন।

শতাধিক পরিবারের সদস্যদেরকে প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ পথ্য দিয়ে সহযোগিতা করে আসছেন।


কবির পিতা ৩১শে ডিসেম্বর ২০২২ ওফাত লাভ করেন। মাতা জীবিত আছেন।কবি ও মাতা-পিতাসহ সকলের প্রতি কল্যাণ কামনা করে স্বাধীন একাত্তর নিউজ পরিবারের পক্ষ থেকে  আটত্রিশতম  জন্মদিবসের শুভেচ্ছা জানাচ্ছি।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর