ঢাকা | বঙ্গাব্দ

জুলাই পরবর্তী রাজনৈতিক রুপরেখা ও ইকসু গঠন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 14-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 246426 জন
জুলাই পরবর্তী রাজনৈতিক রুপরেখা ও ইকসু গঠন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক রুপরেখা ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ইকসু) গঠন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় টিএসসিসির ১১৬ নং কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকটির আয়োজন করেন শাখা ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ। 


অনুষ্ঠানে অতিথি ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড ওবায়দুল ইসলাম, ধর্মতত্ত অনুষদের ডিন অধ্যাপক ড আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড আব্দুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুল হাসান ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম, শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভাগের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বৈঠকে আমন্ত্রিত প্রতিনিধিরা ইকসুর সুফল ও গঠন  সম্পর্কে আলোচনা করে। এসময় তারা লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের জোর দাবি জানান।


বৈঠকে বক্তারা বলেন, ইকসু গঠনে আইনি কোনো বাঁধা নেই। এটা শুধু কালক্ষেপণ। বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের আইন সংস্কার করা যায়। এছাড়াও ইকসুর নেতারা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না বলে দাবি রাখে প্রতিনিধিরা। সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে এমন ছাত্র প্রতিনিধি নির্বাচিত করতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর