দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জান- মালের নিরাপত্তা নিশ্চিতকরণে সদা জাগ্রত ও নিবেদিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সমগ্র দেশ জুড়ে এই বাহিনীর প্রায় ৬০ লক্ষ সদস্য তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠতার সাথে পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৬/০১/২০২৫ খ্রিঃ হতে ১৮/০১/২০২৫ খ্রিঃ পর্যন্ত তাদের উল্লেখযোগ্য কার্যক্রম গুলো হল-
১৮/১০/২০২৫ খ্রিঃ শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হতে কর্তব্যরত আনসার সদস্যরা একজন মহিলা চোরকে আটক করে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আটককৃত চোরকে হাসপাতাল পুলিশ বক্সে সোপর্দ করা হয়।
গত ১৭/০১/২০২৫ খ্রিঃ তারিখে বান্দরবান জেলার আলীকদম উপজেলাধীন জানালিপাড়া সীমান্ত সংলগ্ন এলাকায় সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের যৌথ অভিযানে অবৈধভাবে অনুপ্রবেশকারী ১০৪ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। পরবর্তীতে আভিযানিক টিম আটককৃত ১০৪ জন মিয়ানমার নাগরিককে বিজিবি'র হাতে হস্তান্তর করে।
গত (১৭/০১/২০২৫ খ্রিঃ) তারিখে ফেনী জেলাধীন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ইউএনও গার্ডে কর্মরত আনসার সদস্যরা ফেনী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এমন সময় ঘটনাস্থল হতে ২টি এস্কেভেটর, ৩টি ট্রাক ও ১টি পিকআপ জব্দসহ ০২(দুই) জন হেল্পারকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ১০টি ড্রেজার মেশিন অকেজো করা হয়। পরবর্তীতে নির্বাহী কর্মকর্তার নির্দেশে আটককৃত দুইজনকে ছাগলনাইয়া থানায় সোপর্দ করে আনসার সদস্যরা।
গত ১৬/০১/২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক ০৬:৩০ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিং হতে ৫ (পাঁচ) বছরের একটি শিশু হারিয়ে যায়। হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে এবং অভিভাবকের নিকট হস্তান্তর করে।
গত শুক্রবার সকাল ১০:৫০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরের বন্দর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা ক্যাবল তার চুরি করার সময় ০১ (এক) জন চোরকে হাতেনাতে আটক করে।আনসার সদস্যরা সাহসিকতার সাথে চোরের নিকট হতে কাটিং ব্লেড জব্দ করে বন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে আটককৃত চোরকে বন্দর থানায় সোপর্দ করা হয়।
১৬/০১/২৫ শুক্রবার ১৮:৩০ ঘটিকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হতে রোগীর মোবাইল ফোন চুরি করে পালানোর সময় দায়িত্বরত আনসার সদস্যরা একজন চোরকে আটক করে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে উক্ত চোরকে পুলিশে হস্তান্তর করা হয়।