ঢাকা | বঙ্গাব্দ

"ভাষার মাস ফেব্রুয়ারি" মোঃ আবুল কালাম আজাদ

  • আপলোড তারিখঃ 06-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 202901 জন
"ভাষার মাস ফেব্রুয়ারি" মোঃ আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভাষার মাস ফেব্রুয়ারি এলো আবার ফিরে,

বাংলা ভাষার গান কবিতা রয়েছে বাংলা জুড়ে।

উদ্যান জুড়ে বসছে আবার হাজার বই এর মেলা,

লেখক পাঠকের চলছে সেথায় বই সংগ্রহের পালা।

বই উৎসব আজ সোনার বাংলার ঘরে ঘরে,

কেউবা কেনে কেউবা ব্যাচে মেলা প্রাঙ্গণ জুড়ে।

বাংলা ভাষা আজ যেন সারা বিশ্বে সমাদৃত,

উত্তর উত্তর বৃদ্ধি পাবে লেখা মানসম্মত।

বাংলা ভাষা মোদের গর্ব বায়ান্ন সাল থেকে,

বাংলা গান কবিতায় চলি সুরে সুরে ডেকে।

অধম কালাম কাব্যিক মনে কাব্য রচে চলি,

বাংলায় শান্তি সুখে রেখ আল্লাহ তোমায় বিনয় করে বলি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর