ঢাকা | বঙ্গাব্দ

"শান্তি দেও হে-প্রভু দয়াময়" মোঃ আবুল কালাম আজাদ

  • আপলোড তারিখঃ 08-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 201741 জন
"শান্তি দেও হে-প্রভু দয়াময়"  মোঃ আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

শান্তি দেও হে-প্রভু দয়াময় 

মোঃ আবুল কালাম আজাদ 

তারিখ:- ০৮/০২/২০২৫ খ্রিঃ 


শান্তি দেও হে-প্রভু দয়াময় 

তোমার এই জগত সংসারে,

আরো শান্তি দেও হে-প্রভু 

সোনার বাংলার ঘরে ঘরে।


শান্তি দেও হে-প্রভু দয়াময় 

সকল প্রাণী কুলের দেলে,

আরো শান্তি দেও হে-প্রভু 

যেন শান্তিতে রই সকলে।


শান্তি দেও হে-প্রভু দয়াময় 

যত ধর্ম বর্ন সবে,

আরো শান্তি দেও হে-প্রভু 

যেথায় সবাই সুখী হবে।


শান্তি দেও হে-প্রভু দয়াময় 

সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের তরে,

আরো শান্তি দেও হে-প্রভু 

অধম নাদান কালামের অন্তরে।


শান্তিত আছি হে-প্রভু দয়য়াময় 

তোমার সৃষ্টির শ্রেষ্ঠ দরাদামে,

তোমার দয়া করুনা চাই হে-প্রভু 

যেন মোদের শান্তি নাহি কমে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর