খুলনা নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার উদ্ধার করেছে নৌ-বাহিনী। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এটি উদ্ধার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনাডাঙ্গা থানার অন্তর্গত লায়ন্স স্কুল সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।সোনাডাঙ্গার মডেল থানাধীন গল্লামারি লায়ন্স স্কুল এন্ড কলেজের পেছনের রাস্তার পাশে একটি ঝোপের পাশে কাগজের বাক্সে রাখা একটি রিভলবার উদ্ধার করা হয়।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত রিভলবারটি সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।