ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ 12-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 192982 জন
বগুড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বগুড়ার শেরপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার (১২ ফেব্রয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার খানপুর ইউনিয়ন সুভলী উত্তর পারা (পান্তা পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত দুজন হলো ওই গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল (৪) ও ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন (৬)।


স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে তারা খেলা করছিল। তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি করে। এক পর্যায়ে বিকেল ৪টার দিকে শিশু ছামিহার লাশ পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



এ সময় স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুজি করে ডুবে থাকা শিশু রবিউলের লাশ পুকুর থেকে উদ্ধার করে।


বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানা ওসি শফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর