ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সদস্য নির্বাচিত হলেন বড়াল ও চলনবিল রক্ষা আন্দোনের সদস্য- সচিব এস,এম,মিজানুর রহমান

  • আপলোড তারিখঃ 15-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 190833 জন
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সদস্য নির্বাচিত হলেন বড়াল ও চলনবিল রক্ষা আন্দোনের সদস্য- সচিব এস,এম,মিজানুর রহমান ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উচ্চ ক্ষমতা ও কর্মপরিধি সম্পন্ন 'পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন বড়াল ও চলনবিল রক্ষা আন্দোনের সদস্য- সচিব এস,এম,মিজানুর রহমান।  গত ১১ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব মো: মাসুম রেজা স্বাক্ষরিত ও জারিকৃত  প্রজ্ঞাপণে এ তথ্য জানা গেছে। উক্ত প্রজ্ঞাপনে বা্ংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের  পরিচালনা পরিষদের চেয়ারম্যান  করা হয়েছে মাননীয় উপদেষ্টা,পানি সম্পদ মন্ত্রণালয়। সরকারের  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন ২০০০( ২০০০ সনের ২৬ নং আইন) এর ৮ (১) ধারা বলে নিম্নবর্ণিত সদস্যবৃন্দের সমন্বয়ে বাংলাদেশ  পানি উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়। কমিটির ' ঞ' নং ক্রমিকে  বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহের সুবিধাভোগীদের মধ্য হতে সরকার কর্তৃক মনোনীত দুইজন প্রতিনিধি হিসেবে সদস্য নির্বাচিত হন:

ক) জনাব নূরুল হক আফিন্দি উপদেষ্টা,হাঙ্গার প্রজেক্ট, জামাল গঞ্জ,সুনামগঞ্জ।

খ)  জনাব এস,এম,মিজানুর রহমান,

মদস্য- সচিব,বড়াল ও চলনবিল রক্ষা আন্দোলন, কুমারগাড়া,চাটমোহর,পাবনা।


উক্ত প্রজ্ঞাপনে পরিচালনা পরিষদের কর্মপরিধি,ক্ষমতা ও  অন্যান্য বিষয়সমূহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড  আইন ২০০০ (২০০০ এর ২৬ নং আইন) এর সংশ্লিষ্ট ধারায় বর্ণিত আছে।যা যথা সময়ে যথারীতি সকল সদস্যদের সরবরাহ করা হয়। ঊক্ত কমিটি গত ১১ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারীর তারিখ থেকে যথারীতি কার্যকর করা হয়েছে। কমিটিতে সিনিয়র সচিব, সচিব,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান,বিজ্ঞানী,বিশেষজ্ঞগণ রয়েছেন।বিস্তারিত বিবারণ নিম্নে জারীকৃত প্রজ্ঞাপনের কপিতে পাওয়া যাবে। 


বড়াল ও চলনবিল রক্ষা আন্দোনের সদস্য- সচিব এস,এম,মিজানুর রহমানকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সন্মানীত সদস্য নির্বাচিত হওয়ায়,বড়াল  ও চলনবিল রক্ষা আন্দোনের আহবায়ক ও  চাটমোহর বার্তা সম্পাদক এবং সুজন- চাটমোহর উপজেলা কমিটির সভাপতি এস,এম,হাবিবুর রহমান তাকে  আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।।


এ ছাড়া সুজন- সুশাসনের জন্য নাগরিক,চাটমেহর উপজেলা কমিটির  সম্পাদক এবং সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে,এম,বেলা হোসেন স্বপন, পরিবেশ সম্প্রীতি মানবাধিকার বিষয়ক সংগঠন গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর