ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় যুব অধিকার পরিষদ এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

  • আপলোড তারিখঃ 20-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 176097 জন
বগুড়ায় যুব অধিকার পরিষদ এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার আয়োজনে বগুড়া শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে ১২:০১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 


২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের  মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।

১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন , ১৩৫৮, বৃহস্পতিবার ) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন।

যাঁদের মধ্যে রফিক , জব্বার , শফিউল , সালাম , বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে।


গনঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বগুড়া সদর উপজেলা শাখার পক্ষ থেকে শহীদদের স্মরণে  বগুড়া শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে ১২:০১ মিনিটে  পুষ্পস্তবক অর্পণ করা হয়। 


এ সময় উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের বগুড়া সদর উপজেলার  সভাপতি মোঃ ইসরাফিল আলম,

সহ-সভাপতি মমিনুর রহমান,সাধারণ সম্পাদক মোস্তফা আল মাসুদ (আকাশ) সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান পাভেল,যুগ্ন সাংগঠনিক সম্পাদক মাঃ শিপন মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, সহ দপ্তর সম্পাদক মোঃ অনন্ত হোসেন নীরব,অর্থ  সম্পাদক  মোঃ সোহানুর রহমান শুভ সহ যুব নেতা শুভ(১)জাহিদ,রাজন,পলাশ, আরাফাত, শিবা,আলিফ,আলিফ, শুভ(২),বিপ্লব, রাকিব,  বিদান,আকমল, আলিফ,  মানিক, আরিফুল।সরকারি আজিজুল হক কলেজের ছাত্রঅধিকার পরিষদের ছাত্রনেতা মোঃ আফ্রিদি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর