ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 24-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 168548 জন
ভোলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মুলমন্ত্রকে ধারন করেই প্রতি বছরের মতো এবারও ভোলায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ-২০২৫।


রবিবার(২৩ ফেব্রুয়ারি’২৫) অনুষ্ঠিত সমাবেশ উপলক্ষে সকাল ১১ টায় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে ৪৫ তম সমাবেশের উদ্বোধন করেন আয়োজনের প্রধান অতিথি,সভাপতি ও বিশেষ অতিথিগণ।


উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় সমাবেশের মূল পর্ব আলোচনা সভা। সভায় প্রধান অতাথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল বিভাগীয় রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনী।


ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ভোলা জেলার সকল উপজেলা থেকে আগত আনসার ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন,আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধান অতিথি বলেন, “আপনারা হলেন সেই বাহিনীর সদস্য,যে বাহিনী সর্বদাই দেশের যেকোন পরিস্থিতিতে নিজেদের দায়ীত্বশীলতার পরিচয় দিয়ে থাকে। তাই দেশের স্বার্থে আপনাদেরকে সর্বদাই প্রস্তত থাকতে হবে”।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের যেকোন প্রয়োজনে বিশেষ করে পূজা ও নির্বাচন সহ সকল জরুরী কাজে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই সেই বাহিনীর সমাবেশে উপস্থিত থাকতে পেরে আমি গৌরব বোধ করছি”।


ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সমাবেশের স্বাগত বক্তব্যে ভোলা জেলা আনসার ভিডিপি কার্যালয়েরর জেলা কমান্ড্যান্ট এ বি এম ফরহাদ আনসার ভিডিপির সিমগ্রিক কর্মকান্ড তুলে ধরে বলেন,”দেশের উন্নয়নে আনসার বাহিনীর প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ”।


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোস্টগার্ড জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোঃ ইমাম হাসান আজাদ এবং নিজেদের সফলতার কথা তুলে ধরেন কয়েকজন ইউনিয়ন লিডার। সমাবেশের শেষ পর্বে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ৪২ জন আনসার ভিডিপি সদস্যের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাস ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ এবং ৩ শ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর