ঢাকা | বঙ্গাব্দ

চাটমোহরে বড়াল রক্ষা আন্দোলনের গীতিনাট্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়-অবিলম্বে বড়াল মুক্ত করার দাবী

  • আপলোড তারিখঃ 28-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 152069 জন
চাটমোহরে বড়াল রক্ষা আন্দোলনের গীতিনাট্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়-অবিলম্বে বড়াল মুক্ত করার দাবী ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় পাবনা জেলার  চাটমোহর পৌর সদরের নতুন বাজার খেয়াঘাট ব্রীজে বড়াল রক্ষা আন্দোনের গীতিনাট্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


বড়াল রক্ষা আন্দোনের আহবায়ক- বহুল পঠিত চাটমোহর থেকে প্রকাশিত-পরিবেশিত জননন্দিত পত্রিকা "চাটমোহর বার্তা'র সম্পাদক এস,এম, হাবিবুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বড়াল রক্ষা আন্দোনের সদস্য সচিব,বাংলাদেশ পরিবেশ।


আন্দোন ( বাপা) কেন্দ্রীয়  কমিটির যুগ্ন সম্পাদক, পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য এস,এম, মিজানুর রহমান।সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে,এম,বেলাল হোসেন স্বপন। বক্তাগন বড়াল নদী দখল,দূষন এবং পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে তীব্র আন্দোলন  করার আহবান জানান। এছাড়াও অবিলম্বে বড়াল নদী রক্ষা করতে সীমানা চিহ্নিত করণ,অবৈধ দখলদার উচ্ছেদ এবং বড়াল নদী দুষণ মুক্ত করার জোর দাবী জানানো হয় আলোচনা সভা থেকে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর