ঢাকা | বঙ্গাব্দ

প্রতিপক্ষের হামলায় চোখ হারালেন মসজিদের মুয়াজ্জিন

  • আপলোড তারিখঃ 28-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 150554 জন
প্রতিপক্ষের হামলায় চোখ হারালেন মসজিদের মুয়াজ্জিন ছবির ক্যাপশন: স্বাধীর ৭১
LaraTemplate

ভোলার বোরহানউদ্দিনের উত্তর টবগী রাস্তারমাথা জামে মসজিদের মুয়াজ্জিন মৌলভী আবুল বশারের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় বিচার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ফেব্রুয়ারি) বাদ জুমা এলাকাবাসী ব্যানারে এ মানববন্ধন পালন করা হয়।


এতে এলাকার কয়েকশ মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তৃতা করেন, উত্তর টবগী রাস্তারমাথা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মহিউদ্দিন তাওহীদ শরীফ, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম লিটন, বাজার কমিটির সম্পাদক মিন্টু মিয়া, মাওলানা ইব্রাহীম, যুবদল নেতা সেজওয়ান ও আওলাদ হোসেন সহ অনেকে। এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৪৭ বছর ধরে মৌলভী আবুল বশার উত্তর টবগী রাস্তারমাথা জামে মসজিদে সততার সঙ্গে মুয়াজ্জিন এর দায়িত্ব পালন করে আসছেন।


এছাড়া তিনি এলাকার মৃত ব্যক্তিদের বিনামূল্য গোসল করাতেন ।  গত মঙ্গলবার সকালে তিনি নামাজ শেষে করে বাড়িতে গিয়ে ভাত খেতে বসেন। জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে এসময় ইলিয়াস গংরা তাকে বসতঘর থেকে তুলি নিয়ে মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে জখম করে। প্রতিপক্ষের দাড়ালো কোপে তার ডান চোখ অন্ধ হয়ে যায়।


এসময় তার মেয়ে ময়ফুল বেগম,শাহিনুর ও আয়শা বেগম এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ সফিকুল ইসলাম ওরফে সফু, ইলিয়াস,শংশু মিয়া,ইমন,শাহাবুদ্দিন,নসু মিয়া ও শান্ত সহ অনেকে। পরে তাদের উদ্ধার প্রথম বোরহানউদ্দিন হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্খাজনক অবস্থায় মুয়াজ্জিন মৌলভী আবুল বশারকে ঢাকা রেফার করেন। এঘটনার জেরে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দেন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর