ঢাকা | বঙ্গাব্দ

মনপুরা নিষেধাজ্ঞা নদীতে শত শত নৌকা

  • আপলোড তারিখঃ 02-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 148381 জন
মনপুরা নিষেধাজ্ঞা নদীতে শত শত নৌকা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলা মনপুরা মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন নিষেধাজ্ঞা আরোপ করেন। জানা যায় (পহেলা মার্চ) শুক্রবার দ্বিবাগত রাত বারো টা থেকে দুই মাস পযার্ন্ত এই নিষেধাজ্ঞা জারি করেন মৎস্য কর্মকর্তা।


কিন্তু নিষেধাজ্ঞার প্রথম দিনে দেখা যায় উল্টা চিত্র।  সরজমিনে দেখা যায়।  নদীতে শত শত নৌকা জাটকা থেকে শুরু করে ছোট মাছ ধরা এবং বাজারজাতকরণ বিক্রি পরিবহন ও সংরক্ষন করা সম্পূর্নভাবে নিষেধাজ্ঞা করা হয়।অবৈধভাবে মাছ ধরলে আইনানুগ ব্যবস্থা বিধান চালু থাকলেও ভোলা মনপুরা উপজেলার সংলগ্ন এলাকায় মেঘনার নদীর চিত্র ছিলো সম্পুর্ন ভিন্ন। তবে মেঘনায় মাছ ধরতে দেখা গেলেও মৎস্য অফিস রাতে কোন অভিযান পরিচালনা দেখা যায়নি।


মনপুরা হাজির হাট মাছ বাজারসহ সবধরনের অবৈধ মাছ বিক্রি করতে যায়।  তাছাড়া মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত নেই বলে বিশ্বস্থ সূত্র জানিয়েছেন। শুক্রবার মধ্য রাত থেকে এখন পযার্ন্ত কোন মাছ ও অবৈধ জাল জব্দ করা হইনি বলে জানা যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর