ঢাকা | বঙ্গাব্দ

শিবপুরে জাতীয় ভোটার দিবস পালিত

  • আপলোড তারিখঃ 03-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 146295 জন
শিবপুরে জাতীয় ভোটার দিবস পালিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নরসিংদীর শিবপুরে সারা দেশের ন্যায় ২ মার্চ ইং রবিবার জাতীয় ভোটার দিবস। (তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে) এই প্রতিপাদ্যকে সামনে রেখে,সারাদেশের ন্যায়  শিবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।


আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ. আব্দুর রহিম,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসাইন,উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা জামায়াতে ইসলামির আমির মোস্তাফিজুর রহমান কাউসার, উপজেলা সমাজসেবা অফিসার কেএম আবু রায়হান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান খান প্রমূখ।


আলোচনা সভার পূর্বে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে এসে শেষ হয়।


শিবপুরে ২১৩ ভোটার এলাকায় মোট ভোটার ২,৭৩,৫৪৭জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪০ হাজার ৪০ জন ও নারী ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ৫০৬ জন। হিজড়া ভোটার  ১ জন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর