ঢাকা | বঙ্গাব্দ

উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, কাল শপথ

  • আপলোড তারিখঃ 04-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 144026 জন
উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, কাল শপথ ছবির ক্যাপশন: ফটো কফি: ঢাকা মেইল:
LaraTemplate

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার।


মঙ্গলবার (৪ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আগামীকাল একজন নতুন উপদেষ্টা শপথ নেবেন, প্রফেসর সি আর আবরার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। বাংলাদেশে তার প্রচুর লেখালেখি আছে; অনেক বিষয়ে তার একটিভিজম আছে। আমরা আশা করছি তিনি শিক্ষা মন্ত্রণালয় দেখবেন। কাল বেলা ১১টায় শপথ।


উল্লেখ্য, বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। এদিকে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামও উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। জানা গেছে, বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন এই উপদেষ্টা শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।


শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘বুধবার সকাল সাড়ে ১০টায় তাকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। সকাল ১১টায় উপদেষ্টা হিসেবে তার শপথ হবে। বঙ্গভবনের একটি সূত্র ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যে দরবার হল শপথের জন্য প্রস্তুত করা হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।


এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর