ঢাকা | বঙ্গাব্দ

সংবাদ সংগ্রহের সময় ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক ও বিজয় বাইনের উপর অতর্কিত হামলা

  • আপলোড তারিখঃ 04-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 138329 জন
সংবাদ সংগ্রহের সময় ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক ও বিজয় বাইনের উপর অতর্কিত হামলা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলায় পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব এমন অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসীদের হামলায় ২ সাংবাদিক আহত হয়েছে। অদ্য ৪ মার্চ (মঙ্গলবার) সকাল ৯ ঘটিকার সময় ভোলা শহরের শীশ মহল গলি সংলগ্ন খালপাড় রোডে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক

মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইনের উপর সন্ত্রাসীরা হামলা চালায়।



বর্তমানে তারা ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত সাংবাদিক বিজয় বাইন জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পর শহরের আগারপোল এলাকার বাসিন্দা মোঃ কালীমুল্লাহ ও তার ভাই মোঃ হাবিবুল্লাহ খোকনের নেতৃত্বে তার উপর সন্ত্রাসী হামলা হয়।



ঘটনার খবর পেয়ে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব সরেজমিনে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করান। এই ঘটনায় সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।



হামলার বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ গণমাধ্যমকে জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



এ দিকে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন’সহ সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দসহ ভোলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর