ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুর শহরের লালবাগ এলাকায় স্বামীর গোপন অঙ্গ কেটে দিয়েছে স্ত্রী,অভিযুক্ত স্ত্রীকে ধরে পুলিশের তুলে দেন এলাকাবাসী

  • আপলোড তারিখঃ 05-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 135821 জন
দিনাজপুর শহরের লালবাগ এলাকায়  স্বামীর গোপন অঙ্গ কেটে দিয়েছে স্ত্রী,অভিযুক্ত স্ত্রীকে ধরে পুলিশের তুলে দেন এলাকাবাসী ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দিনাজপুর শহরের পৌর সভাধীন  লালবাগ এলাকার ২নম্বর মসজিদ সংলগ্ন গাইবান্ধা বস্তিতে মোঃ লুৎফর রহমানের স্ত্রী মোসাম্মদ মৌসুমী আক্তার  তার স্বামীর গোপন অঙ্গ কেটে দিয়েছেন এই ঘটনাটি ঘটেছে দিনাজপুরের লালবাগ এলাকায়।


স্থানীয় ও আত্মীয় স্বজনদের মাধ্যমে   জানা যায় ৪ঠা মার্চ/২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার  দিনশেষে ভোররাতে রফিকুল ইসলামের ছেলে লুৎফর রহমান প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে পড়েন এমন অবস্থায় স্ত্রী মৌসুমী রাতে ঘুমিয়ে পড়লেও হঠাৎ  ঘুমন্ত অবস্থায় স্ত্রী তার স্বামীর গোপন পুরুষাঙ্গ কেটে আলাদা করে দেন।


পরবর্তীতে  সেই অভিযুক্ত স্ত্রী পালিয়ে যায় এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির  পরে স্ত্রী মৌসুমিকে  ধরে নিয়ে আসে ঘরের ভিতরে আটক রেখে  দিনাজপুর কোতোয়ালী থানার  পুলিশকে ফোন দিলে  দ্রুত  পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের হাতে তুলে দেয় ঘাতক স্ত্রী মৌসুমিকে।


এদিকে আ,হ,ত লুৎফরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এলাকাবাসী আরো ও জানান তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে।


দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছেন স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগে নিয়মিত মামলার অজু করে  আসামি  মৌসুমিকে  কোর্টে প্রেরণ করেন। স্থানীয় এলাকাবাসী এবং লুৎফর  রহমানের পরিবারের সদস্যরা জানান  ঘাতক স্ত্রী  মৌসুমীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর