ঢাকা ০১:৫৮:০৬ পিএম | ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চলন্ত বাসের মধ্যে পরকীয়ার সময় জনতার হাতে আটক-২

  • আপলোড তারিখঃ 09-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 132241 জন
চলন্ত বাসের মধ্যে পরকীয়ার সময় জনতার হাতে আটক-২ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

গত ৮ই মার্চ ২০২৫ ইং রোজ শনিবার লালমনিহাটের পাটগ্রাম বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকার মহাখালী গামী  বিটু হাজী ট্রাভেলস, ঢাকা মেট্রো  (১৫-৯৭৬৩) তে  আনুমানিক রাত বারোটার দিকে এ ঘটনা ঘটে।


উক্ত বাসের মধ্যে বসে থাকা অন্যান্য যাত্রীদের কাছ জানা গেছে, 

মোঃ নিজাম ইসলাম (২৮) পিতা মোঃ সোলেমান হোসেন, 

গ্রাম-চাউলাতিটারী, ডাকঘড়: বাউড়া, ইউনিয়ন বাউরা, উপজেলা পাটগ্রাম লালমনিরহাট এর অভিযুক্ত নিজাম ইসলাম নিজেকে রট মিস্ত্রি বলে পরিচয়  দিয়েছেন। 


নিজাম ইসলাম বলেন তিনি নয়া বাজার কুড়িল বিশ্বরোড এলাকায় রট মিস্ত্রির কাজের জন্য ঢাকার উদ্দ্যেশে বিটু হাজী পরিবহনের g1 আসনে বসেন। অন্য এক যাত্রীর সাথে কথা বলে যানা গেছে  g1 সিটটি মুলতঃ  তারই নামে বরাদ্দ  ছিলো,


কিন্তু  অনৈতিক কাজের উদ্দেশ্য সফল করতে কৌশলে উক্ত আসনটি অন্য এক যাত্রীর সঙ্গে  রদবদল করে নেন নিজাম ইসলাম।


বাসের লাইট বন্ধ হওয়ার সুযোগে,পথিমধ্যে বাসের সকল যাত্রীরা ঘুমিয়ে পড়লে, নিজাম ইসলাম সামনের সিটে( F1) বসা নারী যাত্রীর আসনটি সম্পুর্ণরুপে হালিয়ে নিয়ে লিপ*কিস এবং স্তন চাপতে শুরু করে।


পাশের সিটে বসে থাকা যাত্রী বিষয়টি আঁচ করতে পেরে গাড়ির সুপারভাইজার কে ডেকে এনে ঘটনায়  বিস্তারিত জানান, 


সে সময় মেয়েটির কাছে জানতে চাওয়া হয় পিছনে বসে থাকা যাত্রী কি আপনাকে কোনও ভাবে বিরক্ত বা হেনস্থা করছে  জবাবে ওই নারী বলেন না  কেউ বিরক্ত করছে না।


ঘটনার কিছুক্ষণ পরে তারা পুনরায় একই কাজ শুরু করেন।তখন আশেপাশের সকল যাত্রীরা নিজাম ইসলাম কে আটক করেন।

সে তখন স্বীকার করে মেয়েটির খালার বাসা তাদের এলাকায়  হওয়ার, তারা একে অপরকে চিনে এবং  জানে।তাদের উভয়ের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকায়।


এদিকে মেয়েটির স্বামী লিমন এর সাথে যোগাযোগ করা হলে তিনি গাজীপুরা এসে বাসে ওঠেন। 

তিনি জানান মাত্র আট মাস আগে পারিবারিক ভাবেই তাদের দুজনের বিয়ে হয়েছিল। 


জীবন জীবিকার তাগিদে লিমন একটি পোষাক কারখানায় কাজ করেন। স্ত্রীকে সঙ্গে রাখতে তিনি তার ৫০ উর্ধ নানীর সঙ্গে ঢাকায় আসার সম্মতি দিয়েছেন।


আচ্চার্জের বিষয় হলো মেয়েটির স্বামী লিমন এসে ঘটনায় বিস্তারিত জানতে চায় তার স্ত্রীর কাছে, তখন মেয়েটি জানায় যে পিছনে বসে থাকা ছেলেটি হাত দিয়ে তার মুখ চেপে ধরে এবং জোড় করে এসব কাজ করতে বাধ্য করে।


পরবতী সময়ে মেয়ের স্বামী লিমন মৌচাক বাস স্টান্ড এ অভিযুক্ত নিজাম ও তার স্ত্রী কে পুলিশে দেয়ার কথা বলে আনুমানিক রা ৩টার দিকে গাড়ী থেকে  নামিয়ে নেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর