ঢাকা ০৩:১৬:৩৮ এএম | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুই বাসের মাঝে চাপা পড়ে কাউন্টার ম্যানেজার নিহত

  • আপলোড তারিখঃ 21-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 526989 জন
দুই বাসের মাঝে চাপা পড়ে কাউন্টার ম্যানেজার নিহত ছবির ক্যাপশন: সময় টিভি
LaraTemplate

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রী উঠানোর সময় দুই বাসের মাঝে চাপা পড়ে এক কাউন্টার ম্যানেজার নিহত হয়েছেন।


বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


নিহত রাকিবুুল হাসান নাসিরের (৫০) ভগ্নিপতি ইস্রাফির আলম জানান, তার সঙ্গে সিদ্ধিরগঞ্জ সানারপাড়ে থাকতেন নাসির। তাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার দহরপাড় গ্রামে। নাসিরের ২ ছেলে ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। তিনি ১৮ হাজার টাকা মাসিক বেতনে বনফুল বাস কাইন্টারের ম্যানেজার হিসেবে চাকরি করতেন।


তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. সুমন খান জানান, তারা যাত্রাবাড়ীর বনফুল বাস কাউন্টারের চাকরি করেন। নাসির কাউন্টার ম্যানেজার। বিকেলে একটি বাসে যাত্রী উঠানোর পর সেই বাসটি কাউন্টার থেকে বের করে দিচ্ছিলেন নাসির। এমন সময় সেতু ডিলাক্স পরিবহনের আরেকটি বাস কাউন্টারে ঢুকছিল। তখন দুই বাসের মাঝে চাপা পড়েন নাসির। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর