ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 11-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 97232 জন
বগুড়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বগুড়া শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে ২৯টি অটো রিকশার ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডারসহ আটক করেছে।


গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার দাদপুর গ্রামের সানাউল্লাহ আকন্দের ছেলে নুরুন্নবীউল আহসান রুমি (৪৭) ও পটুয়াখালী জেলার গলাচিপা গ্রামের ইয়াকুব মৃধা (৪৪)।


 মঙ্গলবার (১১ মার্চ) ২টায় শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে  এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, শেরুয়া বটতলা পীরপাল মার্কেটে ‘কিষান অটো’ ব্যাটারির দোকানের মালিক মনজুরুল ইসলাম মঞ্জু গত ১৬ ফেব্রুয়ারি দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন সকালে দোকানের শাটারের তালা কাটা এবং ভিতরে থাকা ৪১টি ব্যাটারি চুরি হয়েছে।


এই অভিযোগের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আনোয়ার হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুরাতন ইজি বাইকের ২৫টি এবং নতুন সিএনজির ৪টি ব্যাটারিসহ মোট ২৯টি ব্যাটারি এবং ১০৫টি সন্দিগ্ধ গ্যাস সিলিন্ডার এর মধ্যে ৯০টি খালি এবং ১৫টি গ্যাসসহ উদ্ধার করা হয়। 


এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর