ঢাকা | বঙ্গাব্দ

টঙ্গীতে দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ 11-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 95520 জন
টঙ্গীতে দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ছবির ক্যাপশন: প্রতিটি ছবি
LaraTemplate

গাজীপুরে টঙ্গীতে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) টঙ্গীর এরশাদনগর এলাকার ৩ নম্বর ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়।


মৃত শাকিবা আক্তার (১৬) টঙ্গীর খাঁ-পাড়া এলাকার কনফিডেন্স স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সে খুলনার সোনাডাঙা থানার বটিয়াঘাটা গ্রামের সাজ্জাদ হোসেনের মেয়ে এবং এরশাদনগর এলাকার ৩ নম্বর ব্লকে পরিবারের সঙ্গে থাকত।


টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।


পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয় শাকিবা। কিছুক্ষণ পর পরিবারের অন্য সদস্যরা তাকে ডাকেন। এতে তার কোনো সাড়া না পেয়ে কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।


এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর