ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো তিন যুবকের

  • আপলোড তারিখঃ 13-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 92343 জন
বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো তিন যুবকের ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বগুড়ার শেরপুরে ওভারটেক করতে গিয়ে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা ট্রাকের চাপায় চালকসহ ৩ মোটরসাইকেল আরোহী নি হ ত হয়েছে।


বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের  শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।


নি হ তরা হলেন-উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১), সিদ্দিকের ছেলে সেলিম (২২) এবং লিটনের ছেলে রিফাত রহমান (২১)। নি হ ত রা একে অপরের বন্ধু বলে এলাকায় পরিচিত।


জানা গেছে, বুধবার বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যান। ইফতারের আগে বাড়ি ফিরতে গিয়ে তারা শেরুয়া বটতলা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করার চেষ্টা করেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এই সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নাঈম নি হ ত হন।


স্থানীয়রা জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং আ হ ত দের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাঈমকে মৃ ত ঘোষণা করেন। সেলিম ও রিফাতকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেও চিকিৎসাধীন অবস্থায় দুই বন্ধুও মা রা যায়।


এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আজিজুল হক বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নি হ তদের ম র দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর