নরসিংদীর মনোহরদী থেকে অবৈধ অস্ত্র বিক্রিকালে অস্ত্র, গুলি ও মোটর সাইকেলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা মুরগি বাজার সংলগ্ন কোহিনুরের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো: শিবপুর উপজেলার আশ্রাফপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে এবং বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মামুন প্রধান (৩৫)। অপরজন হলেন, একই গ্রামের চাকবাড়ীর দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান (২৫)।
রবিবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এ তথ্য জানান।