ঢাকা | বঙ্গাব্দ

শিবপুর দুলালপুরে বস্তাবদ্ধী লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ 26-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 39214 জন
শিবপুর দুলালপুরে বস্তাবদ্ধী লাশ উদ্ধার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

 নরসিংদীর,শিবপুর উপজেলায় ২৬ইং মার্চ বুধবার দুপুরে সাধারচর ইউনিয়নের মিতু ভূইয়ার ভুট্টা ক্ষেতের ভিতরে বস্তা বন্দী অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, শিবপুর মডেল থানা পুলিশ ঘটনস্থলে আসে, এবং লাশটি উদ্ধার করে।


তল্লাশীর এক পর্যায়ে প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে  এন আইডি কার্ডের ফটোকপির তথ্য অনুযায়ী ব্যাক্তির নাম সাইফুল ইসলাম, পিতার নাম: হেলাল উদ্দিন, গ্রাম :কালিয়াব আড়াল বাজার,  থানা: কাপাসিয়া, জেলা : গাজীপুর বলে জানা যায়।


এ ব্যাপারে শিবপুর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন

বলে সূত্রে জানা যায়।


উল্লেখ্য ঘটনাস্থলের আশেপাশে প্রায় সময় ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম হয় বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর