ঢাকা | বঙ্গাব্দ

ভোলার চর মোজাম্মেল এলাকায় ৭ আগ্নেয়াস্ত্রসহ ৫ জলদস্যু আটক করছে কোস্টগার্ড দক্ষিণ জোন

  • আপলোড তারিখঃ 27-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 36154 জন
ভোলার চর মোজাম্মেল এলাকায় ৭ আগ্নেয়াস্ত্রসহ ৫ জলদস্যু আটক করছে কোস্টগার্ড দক্ষিণ জোন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ মার্চ বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার তজুমুদ্দিন উপজেলাধীন চর মোজাম্মেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর ০৫ জন সক্রিয় সদস্যকে ০৭টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৪ রাউন্ড গোলা এবং ০৪ টি রকেট ফ্লেয়ার সহ আটক করা হয়। আটককৃত ডাকাতরা মোঃ হারুন দফাদার, মোঃ রুবেল, মোঃ কবির মাঝি, মোঃ ইউনুস,  এবং মোঃ ফেরদৌস ওরফে হেজু,  সকলেই ভোলার তজুমুদ্দিন উপজেলাধীন চর মোজাম্মেল এলাকার বাসিন্দা। আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে।


কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর