বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের তফসিল বর্ণিত সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে ।
জানা গেছে খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক ও সালমা পারভীনের বর্ণিত দক্ষিণ খানপুর মৌজার এস এ ১৩৬৭ ও বিআরএস ১৩৪২ দাগে ৫২ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে গুলশানারা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে গুলশানারা ও তার সন্ত্রাসী বাহিনীর ১০ থেকে ১৫ জন সংবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ফসলি জমির সেচ পাম্প ও একটি টিনের সেট বাড়ি ভাঙচুর করে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে এবং তাদেরকে জীবননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
সরে জমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৩৬৭ নং দাগের জমিতে গুলসানারা বেগম ও তার সন্ত্রাসী বাহিনী জোরপূর্বক একটি ঘর নির্মাণ করেছেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি খানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাওলাদার কবির হোসেন, শরিফুল ইসলাম লিটু এবং হারুন অর রশিদ'সহ কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকিয়া দুই পক্ষের জমির দলিলাদি দেখে দুইপক্ষকে মীমাংসা করে দেয়।
এ ব্যাপারে জমির ওয়ারি সালমা পারভীনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এই জমির প্রকৃত মালিক ছিল শেখ আঃ মালেক। তিনি মারা যাবার আগে আবু বক্কর সিদ্দিক ও সালমা পারভীনকে এই জমি দানপত্র দলিল করে দিয়ে যায়। প্রতিপক্ষ আমার ছোট বোন গুলশানারা জোরপূর্বক এই জমি দখলের পায়তারা চালাচ্ছে।
এ ব্যাপারে প্রতিপক্ষ গুলসানারা বেগমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ১৩৬৭ নং দাগের জমি আমার মা আমাকে লিখে দিয়েছে। আমার কাছে এই জমির বৈধ কাগজপত্র আছে ।