ভোলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীসেবা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে যাত্রীসেবা নিশ্চিত ও নির্বিঘ্ন করতে এবং যাত্রী হয়রানি বন্ধের লক্ষ্যে জেলা পুলিশ ভোলা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ মার্চ ২০২৪ ইং বিকাল ৩.৩০ ঘটিকায় ইলিশা লঞ্চ ও ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়।
ঘাট পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজাদ জাহান, জেলা প্রশাসক, ভোলা মহোদয়।
পরিদর্শনকালে তিনি পুরো লঞ্চ ও ফেরিঘাট ঘুরে দেখেন এবং ঢাকা-চট্টগ্রাম লক্ষীপুর হতে আগত ও বহি:গামী যাত্রী সাধারণের সাথে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি পল্টুনে দাঁড়িয়ে থাকা বিভিন্ন লঞ্চগুলোতে ঘুরে দেখেন। এসময় ঘাটে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। যাত্রীসেবায় যেন কােন ধরনের অবহেলা বা যাত্রীরা যেন কোন হয়রানি না হয় সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেন।
পুলিশ সুপার মহোদয় যাত্রীদের নিরাপত্তায় ইলিশা লঞ্চ ও ফেরিঘাটে যেকোনো