ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামে জেলের জালে ৯৫ কেজি বাঘাআইড়

  • আপলোড তারিখঃ 30-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 29213 জন
কুড়িগ্রামে জেলের জালে ৯৫ কেজি বাঘাআইড় ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৯৫ কেজি ওজনের একটি বাঘাআইড়। যার বিক্রিত মূল্য ১ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা।


রবিবার(৩০ মার্চ) দুপুরে ব্রহ্মপুত্র নদে চিলমারী এক জেলের ফাঁসি জালে মাছটি ধরা পড়েছে বলে নিশ্চিত করেন ঘাট হাওয়ালদার ফুল মিয়া। পরে মাছটি কেটে বিক্রি করা হবে বলে জানান তিনি। এ সময় মাছটিকে দেখতে  উৎসুক মানুষ ভিড় জমান।

সেখানে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মাছটি কেটে বিক্রি করা হয় বলে জানান ফুলমিয়া।


তিনি জানান, রবিবার বিকালে স্থানীয় বাজারে মাছটি কেটে কেজি করে বিক্রি করা হয়েছে। তবে মাঝে মধ্যে এরকম বড় মাছ ধরা পড়লে তারা খুব লাভবান হতে পারবেন। ব্রহ্মপুত্র নদে ৯৫ কেজি ওজনের বাঘাআইর মাছে পেয়ে জেলে অনেক খুশি হয়েছেন।


উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান মিঞা জানান, চিলমারীতে মাঝে মধ্যে বিভিন্ন জাতের বড় বড় মাছ ধরার খবর আসে। এতে বোঝা যায়, এ উপজেলার নদ-নদী এখনও মৎস্য সম্পদে সমৃদ্ধ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর