ঢাকা | বঙ্গাব্দ

অপসাংবাদিকতা রোধ করতে হলে ডাটাবেইজ তৈরি করতে হবে-প্রেস কাউন্সিল চেয়ারম্যান

  • আপলোড তারিখঃ 05-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 509532 জন
অপসাংবাদিকতা রোধ করতে হলে ডাটাবেইজ তৈরি করতে হবে-প্রেস কাউন্সিল চেয়ারম্যান ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

সাংবাদিকরাই দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন সাংবাদিকেরা যদি এগিয়ে না আসতো তাহলে এ দেশ স্বাধীন করতে পরতাম না। তাই তিনি সাংবাদিকদের বেশী ভালোবাসতেন। তিনিই প্রেস কাউন্সিল গঠন করেছেন।   সাংবাদিকদের কমপক্ষে গ্রাজুয়েট হতে হবে। আর গ্রাজুয়েশন নেই অথচ সাংবাদিকতা করছেন, যদি পাঁচ বছরের কারো অভিজ্ঞতা থাকে তাকেও সাংবাদিক হিসেবে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। 


তিনি বলেন, সাংবাদিকদের তালিকা তৈরি করা গেলে দেশে বিরাট বিপ্লব হবে। যদি আইনজীবীদের তালিকা বার কাউন্সিলে পাওয়া যায়, তাহলে সাংবাদিকদের তালিকাও প্রেস কাউন্সিলে পাওয়া যাবে। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা। 


তিনি আরো বলেন, দেশ বরেন্য সাংবাদিকরা দেশের প্রান। আমি আশা করি এই দেশ বরেন্য সাংবাদিকদের মত একদিন আপনারাও হবেন দেশবরেণ্য। প্রেস কাউন্সিলের উদ্দেশ্য ছিল কোনো সাংবাদিক অন্যায় করলে তার বিচার প্রেস কাউন্সিল করবে কিন্ত আমরা আইনের বাধ্যবাধকতার কারনে সেটা করতে পারছিনা। প্রেস কাউন্সিলর আইনগুলো যুগোপযোগ করতে পারলে মানুষের আস্থা ফিরে আসবে।


মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় ভোলা সার্কিট হাউজ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা নূরুল আমিন প্রমূখ।


বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ও ভোলা জেলা প্রশাসনের সহযোগিতায় ভোলা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মূল ধারার সাংবাদিকগন এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন। কর্মশালা শেষে সাংবাদিকদেরকে প্রশিক্ষণ সনদ প্রদান করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর