চিরিবন্দরে বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় এস্তেস্কার নামাজ এর আয়োজন করা হয় গেল বৃহস্পতিবার চিরিরবন্দর উপজেলার বিভিন্ন জায়গায় এস্তেস্কার নামাজের আয়োজন করা হয়। এ সময় চিরিরবন্দর নান্দেরাই গ্রামে বকুলতলা মাঠে অনেক মুসল্লির জামায়াতে এই নামাজ অনুষ্ঠিত হয়। সারাদেশে তীব্র তাপমাত্রায় অতিষ্ঠ হয়ে গেছে মানুষের জনজীবন বিপর্যয় পড়ে, গেছে সাধারণ মানুষ।
অনেক জমিতে পানির অভাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এবং কি অনেক টিউবল থেকে বের হচ্ছে না খাওয়ার বিশুদ্ধ পানি, এর জন্য দূর থেকে আনতে হচ্ছে খাওয়ার জন্য অল্প একটু পানি। তাই সব মুসলিম আল্লাহর কাছে নামাজের মাধ্যমে ফরিয়াদ জানায় এক ঝলক বৃষ্টির। আল্লাহ আমাদের জেনো রহমতের বৃষ্টি দান করে। এবং এই তীব্র তাপমাত্রা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে, এ নামাজে মুনাজাত পেশ করেন কওমি মাদ্রাসার হুজুর জনাব রফিকুল ইসলাম। এবং এ নামাযে শত শত মুসল্লিগণ অংশগ্রহণ করে, এবং অঝোরে চোখের পানি ঝরে কান্না করে আল্লাহর দরবারে।
এদিকে চিরিরবন্দর বন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য নামাজের আয়োজন করা। হয় ঠিক একই নিয়মে এখানেও বৃষ্টির জন্য অঝোরে কান্না করে শত শত মুসল্লিগণ। শুধু একটু বৃষ্টির জন্য অঝোরে কান্না করে শত শত মুসল্লীগণ। প্রাকৃতিক এ বিপর্যয়ের মধ্যে আমরা যে এক মরুভূমির রূপে রূপান্তর হয়েছি। তার বাস্তব প্রমাণ এই তীব্র গরম এবং না হওয়া বৃষ্টি, এই আবহাওয়া পরিবর্তনের জন্য আমরাই কিন্তু দায়ী। তাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে অধরে চোখের পানি ফেলান অসংখ্য মুসল্লিগণ।
প্রাকৃতিক এ ভারসাম্য রক্ষার জন্য আমাদেরকে অসংখ্য গাছ রোপন করতে হবে, এবং গাছ কাটা থেকে বিরত থাকতে হবে, তাহলে আমরা হয়তোবা রক্ষা পেতে পারি এরকম বিপর্যয়ের মাঝখান থেকে, তাই চিরিরবন্দরবাসী এই এস্তেস্কার নামাজের আয়োজন করেন।