ঢাকা | বঙ্গাব্দ

ফাইভ স্টার ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ 02-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 492670 জন
ফাইভ স্টার ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

অবৈধ ভাবে বিভিন্ন এলাকা থেকে পুকুর ও মাঠের জমির মাটি ক্রয় এবং ইটভাটায় কাঠ পোড়ানোর ঘটনায় তেঘরিয়ার ফাইভ স্টার ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামে ফাইভ স্টার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মেশকাতুল ইসলাম। মিরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনিবন্ধিত ভাটাটির মালিক পক্ষ মিরপুর উপজেলার বিভিন্ন এলাকাতে অবৈধভাবে স্কেভেটার দিয়ে কৃষি আবাদি জমি এবং পুকুরের মাটি ক্রয় করে আসছিল।


এছাড়াও অবৈধভাবে কাঠ পুড়িয়ে পরিবেশের ভারসাম্য ক্ষতিসাধন করে আসছিল। উক্ত ভাটাটির কোন নিবন্ধন নেই। এছাড়াও বিভিন্ন এলাকায় অবৈধ স্টেয়ারিং ট্রলির মাধ্যমে তারা বেপরোয়াভাবে ইটভাটায় মাটি ক্রয় করে বিভিন্ন এলাকার সড়কের ক্ষতি সাধন করছিল।


ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মেশকাতুল ইসলাম বলেন, অবৈধ ফাইভ স্টার ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উক্ত অভিযান উপজেলার প্রত্যেকটি এলাকায় অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর