ঢাকা | বঙ্গাব্দ

ক্লাস চলাকালীন বিদ্যালয়ে আগুণ, পুড়ে গেছে দুটি শ্রেণীকক্ষ

  • আপলোড তারিখঃ 12-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 490273 জন
ক্লাস চলাকালীন বিদ্যালয়ে আগুণ, পুড়ে গেছে দুটি শ্রেণীকক্ষ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কেবি বালিকা বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে আকস্মিকভাবে শর্টসার্কিট থেকে আগুণ লেগে পুড়ে গেছে দুই শ্রেণীকক্ষ।এঘটনায় ঐ সময়ে আতংকিত হয়ে পরেন শিক্ষার্থীরা।তবে,হতাহতের কোন খবর পাওয়া যায়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণ আনেন।


রোববার (১২মে) দুপুরে এ ঘটনা ঘটে।বিদ্যালয় সুত্রে জানাগেছে,রবিবার দুপুরে টিফিন শুরুর সময়ে আকস্মিকভাবে ৬ষ্ঠ শ্রেনীর দুটি ক্লাসরুমে আগুণের সুত্রপাত ঘটে। এসময় ওই শ্রেনী কক্ষ দুটিতে থাকা ১০টি ফ্যান,দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণে আনেন।


এরআগে শ্রেণীকক্ষে আগুণ দেখে বিদ্যালয় থেকে ছাত্রীরা আতংকিত হয়ে বাহিরে বেরিয়ে আসে। কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান,শর্টসার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়েছে। তিনি আরো জানান, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দুটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবী করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর