ঢাকা | বঙ্গাব্দ

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন,মাইনুল হোসেন বিপ্লব

  • আপলোড তারিখঃ 17-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 466075 জন
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন,মাইনুল হোসেন বিপ্লব ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলাসহ দেশ ও দেশের বাহিরে সর্বস্তরের মুসলিম উম্মাহ কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন বিপ্লব।


শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। মহান আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির মূল শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশুত্ব কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য।


তিনি আরও বলেন, ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল। তিনি সবার কল্যাণ কামনা করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর