ঢাকা | বঙ্গাব্দ

হাজারও মায়ের সন্তান, প্রফেসর ডক্টর রেবা মন্ডল চেয়ারম্যান- আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, মাতৃবরেষু ম্যাম-কে বিনম্র শ্রদ্ধায় উৎসর্গীত

  • আপলোড তারিখঃ 26-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 459248 জন
হাজারও মায়ের সন্তান,  প্রফেসর ডক্টর রেবা মন্ডল   চেয়ারম্যান-  আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া,  মাতৃবরেষু ম্যাম-কে বিনম্র শ্রদ্ধায় উৎসর্গীত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

হাজারো কোলে; হাজারো আঁচলে বেড়ে উঠা আমার এ জীবন ধারা।



হতে চাই-থাকতে চাই প্রিয় সন্তান হয়ে; হতে চাইনা কভূও মাতৃহারা।


আমারে যে ভাবে সন্তান তার প্রানে আমার দায়িত্ব বেড়ে যায়- হাজার মায়ের সন্তান রুপে পেয়েছি মমতা স্নেহ ভালোবাসা মায়ায়।


মায়ের মমতা ও শাসন উপেক্ষিত সন্তান হয়না মহান।


যদি না পায় জীবনে চলার পথে বাস্তবতায় শিক্ষাদান।


আমি হাজারও মায়ের সুসন্তান হতে বাসনা পৃষি বুকে।


হাজার মায়ের আঁচল ছায়ায় ধন্য জীবন হোক সুখে।


সুসন্তান হতে আজন্ম বাসনা করি লালন এ চিত্তের গহীনে।


রবো পাশে থাকবো মৃত্যু অবধিক্ষন দায়িত্বের বেড়াজালে শ্রদ্ধা ঋনে।


কোন প্রতিদান আমাকে করবেনা বিতাড়িত কেটে মায়ার বাঁধন।

রবো যতদিন বেঁচে হৃদয়ে রবে মা হয়ে সবচেয়ে প্রিয় ও আপন।


মায়ের সন্তান মায়ের প্রতি না হলে দায়িত্বশীলতায় আন্তরিক।


জগত তার হবে বিষাদময় কন্টকাবৃত বিবর্ণতা মাখা চতুর্দিক।


হাহুতাশে ভরা জরাগ্রস্ত জীবন নেবে কেড়ে জীবনের উপভোগ্য ক্ষন।


সময় থাকতে পূজনীয় জনরে মন করো নিবিড় একাগ্রতায় আপন।


মাতৃসম যত মহিয়সী নারী সকলেই আমার মা, বিবেকে মা জননী।


সকল মায়ের আঁচলের ছায়ায় আমি অনাদিকাল আবদ্ধ ও ঋনী।


আমি সুসন্তান হতে চাই মা তোমার ও তোমাদের কোমল।


স্নেহের পরশে।


শুন্যতায় মোর অনুপস্থিতিতে সকল মা যেনো আমায় ডেকো ভালোবেসে।


মা মাটি মাতৃভূমির প্রিয় সন্তান হতে চাই কাজের মাঝে পরিসীমায়।


যদি না সদিচ্ছার প্রতিফলন ঘটাই জীবন দর্শনে কর্মসম্পৃক্ততায়।


আমার গর্ভধারিনী মা, আমার শিক্ষাদাত্রী মা, পথ প্রদর্শক মা জননী।


তোমাদের আদেশে এ জীবন যেনো করতে পারি বিসর্জন কোরবান।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর