ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় নানা দাবী নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি পালিত

  • আপলোড তারিখঃ 02-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 454891 জন
ভোলায় নানা দাবী নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি পালিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বাংলাদেশ সরকার ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করনের দাবীতে কর্মবিরতি পালিত হয়েছে।



মঙ্গলবার (২ জুলাই) ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় বাংলাবাজার অফিসে অবস্থান করেন তারা। এ সময় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে অফিস চত্বরে দাড়িয়ে বিভিন্ন পোস্টার, লিফলেট ও প্লে-কার্ড নিয়ে দাড়িয়ে দাবী আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করেন তারা।


কর্ম বিরতিতে আরও বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ মমিনুল হক, সহকারী পরিচালক জুনিয়র প্রকৌশলী মোঃ রাজিব, প্রীতি রানী দেবনাথ, সাথী ও সালমা আক্তার। এছাড়া লাইন শ্রমিকদের মধ্যে ফরিদ আরাফাত ও ইমরান হোসেন।


মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত চলে এ কর্মসূচী। এ সময় আন্দোলনকারিরা বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচী চলবে। তবে বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরি গ্রাহক সেবা সচল রাখা হয়েছে।


 এ আন্দোলন করতে গিয়ে দু’জন এজিএম সোকজ খেয়েছেন। আন্দোলনে জেলার ৫১৩ জন কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহন করেন। এর আগে ১ জুলাই একই দাবীতে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারিরা।


এ দাবি মানা না হলে ভবিষ্যতে আরো বড় পরিসরে কর্মবিরতি হবে বলে জানিয়েছেন সকল কর্মকর্তা ও কর্মচারীগন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর