ঢাকা | বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে রাঙ্গুনিয়ায় চাউল বিতরন

  • আপলোড তারিখঃ 14-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 449999 জন
পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে রাঙ্গুনিয়ায় চাউল বিতরন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পবিত্র আশুরা উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়নের চারশো দরিদ্র মানুষের মাঝে চাউল বিতরণ করেছে হোসাইন বিন ইব্রাহীম ট্রাস্ট। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি'র পক্ষ থেকে ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক শাহাদাত হোসাইন রিমন এসব বিতরণ করেন। 


এই উপলক্ষে শনিবার (১৩ জুলাই) বিকালে এই উপলক্ষে রাজানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার। ইসলামপুরের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জুলফিকার হোসাইনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী।


রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ মাতব্বর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান সবু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তৈয়ব তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ শেষে দরিদ্র চারশো মানুষের মাঝে দশ কেজি করে চাল দেয়া হয়। সাধারণ মানুষ এসব সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। 


উল্লেখ্য হোসাইন বিন ইব্রাহীম ট্রাস্টের মাধ্যমে প্রতি বছর ১২-১৫ লাখ টাকার বিভিন্ন সহায়তা ইসলামপুর, রাজানগর ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর