ঢাকা | বঙ্গাব্দ

পার্বতীপুরে আওয়ামীলীগ নেতার মাস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ 18-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 178916 জন
পার্বতীপুরে আওয়ামীলীগ নেতার  মাস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দিনাজপুরের পার্বতীপুরে রেল লাইনের ওপর থেকে হাত বাধা ও মস্তক বিচ্ছিন্ন  অবস্থায় ভরত চন্দ্র (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পার্বতীপুর রেল পুলিশ।



১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সাকলে পার্বতীপুর শহরের দক্ষিণে হলদিবাড়ী রেলগেট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাপুর কুমারপাড়া গ্রামের মৃত সন্তোষ চন্দ্রের ছেলে।



নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,  সোমবার সকাল ১১টার পর বাড়ি থেকে বের হয়ে পার্বতীপুরে আসেন ভরত চন্দ্র। সন্ধ্যার পর থেকে তার  মোবািল ফোনটি বন্ধ ছিলো। মঙ্গলবার সকাল ৮টার দিকে পার্বতীপুর হলদিবাড়ী রেলগেট সংলগ্ন ৩৭৬/৮ নম্বর রেল খুটি এলাকায় স্থানীয় জনগন মাথা কাটা ও হাতে রশি বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পার্বতীপুর রেওয়ে থানাপুলিশ ঘটনাস্থলে পৌছে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে। 


এঘটনায় দিনাজপুর সিআইডি’র সিনিয়র এএসপি ফারুক আহমেদ, রেল থানার ওসি ফখরুল ইসলাম, মডেল থানার ওসি আব্দুস ছালাম, রেল থানার সাব ইন্সপেক্টর আব্দুর রউফ ঘটনাস্থল পরিদর্শন করে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর নিহতের পরিচয় সনাক্ত করতে সক্ষম হন। দূর্বৃত্তরা তাকে মেরে রেল লাইনের ওপর ফেলে যাওয়ার পর মাথা বিচ্ছিন্ন হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। 


নিহতের ছেলে রিপন জানান, তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বতীপুরের রেলওয়ের উর্দ্ধতন উপ-সহাকরী প্রকৌশলী/পথ দপ্তরে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন। 


পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদহ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্তের  রিপোর্ট পেলে কারন জানা যাবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর