ঢাকা | বঙ্গাব্দ

মিরপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

  • আপলোড তারিখঃ 01-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 430666 জন
মিরপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে  সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা ৩১ জুলাই ২০২৪  মঙ্গলবার দুপুর ২ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়মন হলে অনুষ্ঠিত হয় এ সভায় উপজেলার সকল প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ কামারুল আরেফিন এমপি।


বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আলহাজ আব্দুল হালিম পিপি। উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা’র সভাপতিতে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ নজরুল করিম।


উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন সহকারী কমিশনার ভূমি মেসকাতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, মিরপুর ইউপি চেয়ারম্যান ফাউন্ডিশনের সভাপতি ও মালিহাদ ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন। 


উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সভায় উপজেলা পরিষদের সকল অফিসারবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রায় সকল মসজিদের ঈমামসহ উপস্থিত ছিলেন এ সময় বেশ কয়েকজন উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর