ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ 31-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 398066 জন
ভোলায় মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

মাত্র ২৪-২৫ বছর বয়সে এসে ইমামতি ও গ্রামের মক্তবে পড়ানো শুরু করেন ৮০ বছর বয়সে অবসর নিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম তার বিদায়কে জাকজমকপূর্ণ করে অবিস্মরণীয় করে রাখলেন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ  গ্রামের লোকজন।


শুক্রবার  (৩০ আগষ্ট ) জুমার নামাজের পর বিদায়ের প্রাক্কালে গ্রামবাসী তার রাজকীয় বিদায় সংবর্ধনার অয়োজন করেন। তার হাতে তুলে দেওয়া হয় নগদ এক লাখ টাকা ও নানা উপহার সামগ্রী।


হাফেজ মাওলানা মোহাম্মদ ত্বরিকুল ইসলাম ভোলার সদর উপজেলার ১১ নং ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা। 


ব্যাংকের হাট কোঃ অপারেটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন জানান, হাফেজ মাওলানা ত্বরিকুল ইসলাম হেফজ সম্পন্ন করে  মধ্য চর রমেশ মুহাম্মদীয়া কমপ্লেক্স কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি ও মক্তবে পড়ানোর চাকরি নেন। চাকরি করছেন, তবে তিনি কোনোদিন বেতন ভাতার জন্য দর কষাকষি করেননি। গ্রামবাসী তাকে যা খুশি দিয়েছেন, তিনি তা না গুণেই নিয়ে নিয়েছেন।


গ্রাম বাসিরা জানান তার কাছে হাজার হাজার ছেলে-মেয়ে পড়াশোনা করেছেন, গ্রামের মানুষ জানান, একজন সাদা মনের মান।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর