তথ্য সূত্রে জানা যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন। গত- শুক্রবার, ৯ অগাস্ট বেলা সাড়ে ১১:৩০ ঘটিকায় পাকুন্দিয়া থানা কমপ্লেক্সের হলরুমে এক অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে তারা কাজে যোগদান করেন।
এ সময় ঘাটাইল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান, কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর একের পর এক হামলা হতে থাকে থানাগুলোতে এতে একরকম পুলিশশূন্য হয়ে পড়ে দেশের থানাগুলো কর্মবিরতিতে যায় তারা অবশেষে টানা তিন দিন পর আজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছে পুলিশ সদস্যগণ।