মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে শুদ্ধাচারের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মে) সকাল ১০টায় প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে সহায়ক কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এপিএ টিমের আহবায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম । বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
কর্মাশালায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান।এতে রিসোর্স পার্সন ছিলেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা চন্দন কুমার দাস।