ঢাকা | বঙ্গাব্দ

স্বৈরাচারী হাসিনা সরকার ১৭ বছর পাথরের মানুষের বুকের উপর চেপে বসেছিল-আন্দালিব রহমান পার্থ

  • আপলোড তারিখঃ 22-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 410133 জন
স্বৈরাচারী হাসিনা সরকার ১৭ বছর পাথরের মানুষের বুকের উপর চেপে বসেছিল-আন্দালিব রহমান পার্থ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার ১৭ বছর জগদ্ধল পাঁথরের মত বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসেছিলো। মানুষ নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে নাই। তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলেই রাজাকার বলা হতো এটা বলতে বলতে এদেশের কোমলমতি শিশুদের প্রেসার সহ্য করতে না পেড়ে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাতে হয়েছে।



বৃহস্পতিবার (২২ জুলাই)  বিকেল ৪ টায় ভোলা উকিল পাড়া তার নিজ বাসভবন শান্ত নীড়ে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।



তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের ৩শ' আসনে ৩শ' জন জল্লাদ বসে এমন কোনো অপকর্ম নাই যা তারা করেনি। তাদের অহংকার আর দাম্ভিকতাই আল্লাহ তাদের পতন ঘটিয়েছে। কোনো অত্যাচারীর জায়গা এই ভোলাতে থাকবেনা। গত ১৭ বছর তোফায়েল আহমেদ ও তার আত্মিয়রা এমন কোনো অন্যায়, অত্যাচার, জুলুম নির্যাতন নাই যা তারা করেনি।



স্বাধীনতার পরে ভোলায় ৫টি রাজনৈতিক হত্যা হয়েছে কিন্তু তাদের বিচারতো দূরের কথা একটি মামলাও করতে দেয়া হয়নি ভোলায় নাজিউর রহমানের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দিয়ে নাজিউর রহমান কে জেলে পাঠানো হয়েছে। আজ নাজিউর রহমান ও শাহজাহানের সন্তানরা ভোলাতে আছে কিন্তু তোফায়েল সহ তার আত্মিয়রা ভোলা থেকে পালিয়ে গেছে।



এই সব আল্লাহর বিচার। তিনি তোফায়েল আহমেদ ও তার পরিবারের উদ্দেশ্যে বলেন, আজ আপনি পালিয়ে বেড়াচ্ছেন কিন্তু  আপনার বাড়িতে একটি ইটের টুরাও পড়েনি এটাই আপনার মধ্যে আমাদের মধ্যে পার্থক্য তাই বড় নেতা হওয়ার চেয়ে ভাল মানুষ হওয়া অনেক উত্তম।



ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি আরো বলেন, আমাদের ভবিষ্যৎ কর্মকান্ড যেনো তাদেরকে অপমানিত না করে আজ মানুষ ও দেশের কল্যানে ড. ইউনুসের সরকার যে পদক্ষেপ নিবে আমরা তার পাশে আছি এবং থাকবো।



এ সময় আরও বক্তব্য রাখেন, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতাছিম বিল্লাহ। শেখ হানিনা সরকারের পতনের আন্দোলনের সময় দ্বিতীয়বার কারাবরন শেষে আন্দালিব রহমান পার্থ ঢাকা থেকে লঞ্চ যোগে বেলা ১টায় ভোলায় এসে পৌঁছলে তার আগমনে নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ঢল নামে ভারী বৃষ্টি উপেক্ষা করে ইলিশা থেকে ভোলা পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তায় তাকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানায়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর